আই লাভ মাই দিল্লি
দিল্লি দিল বালো কে হ্যায়...একদম সত্যি...
বাসাটিতে বিহারী, বাঙালি, কাশ্মীরি, মাদ্রাজী, মাড়োয়াড়ি, গুজরাতি হরেক জাতের পাখি আছে...
একেঅপরের সঙ্গে মিলেমিশে প্রেমে জড়িয়ে আনন্দে বিভোর
নির্ঘুম দিনরাত চলছে তো চলছেই থামতে জানে না । অমাবস্যা পূর্ণিমা একাকার
ঝলমলে চমকপ্রদ রাত... এইতো দিল্লি।
কুতুব মিনার, লাল কেল্লা, লোটাস টেম্পল, প্লাইওভার, মেট্রোর ভালোবাসা মাখা
ভারতবর্ষের দিল দিল্লি
আই লাভ মাই দিল্লি।
উঁচু আর নীচুদের ভয়াবহ প্রভেদ শিরায় উপশিরায়,
গুটকা খেয়ে রাস্তা লাল করছে কেউ, যেখানে সেখানে গাড়ি রেখে চলাচল মুস্কিল করছে কেউ
কেউ পরিস্কার করে চলেছে দিন রাত...ভালোই আছে সবাই ভুলে জাতের ধারাপাত।
কখনো কুয়াশা, কখনো মেঘ, কখনো লু চলে, অসময়ে কখনো বৃষ্টিও ঝরে
কাল কেউটে রাস্তার দুপাশ কখনো ছাতিমের গন্ধে ভরে।
রাজা উজিরের ঠিকানা ছড়িয়ে সবুজ পাতাদের ভিড়ে
রুটির তালাশে এসেছে মানুষ কাউকে দেয়নি ফিরিয়ে
চলে এসো যদি খেতে চাও চাউমিন, মোমোস পটেটোচিল্লি...
আই লাভ মাই দিল্লি।
No comments:
Post a Comment