ওয়েস্টবাস্কেট
দেওয়াল জুড়ে কান্না-মাখা ভোর
খিদেতে কুঁকড়ে পশ্চিমে ঢলেছে
সদ্য যৌবন হারানো চাঁদ
আমি চেয়ে আছি ভাতের থালায়
এই বুঝি দুমুঠো জ্যোৎস্না এসে পড়ে
আগুন জ্বলেনা, বুক গুলো সব নিঃস্ব
সান্ত্বনা খুঁজে চলেছে বে-রসিক বিকেল
আমিও শ্মশান যাত্রী হবো মৃত তাবেদার কোনও কলমেরঃ-
মিলিয়ে যাওয়া তারিখ গুলো ফিরে আসুক
নতুন কোনো বছর জুড়ে, ধোঁকাবাজ হয়ে...
র্যাপারে মোড়া প্রজাতন্ত্র
দূর দিগন্তে ডুব দিয়ে আত্মহত্যা
করতে চলেছে নীল আকাশ
কিছু প্রাণ ডানা ঝাপটায় মুক্তির নেশায়
আগামী ও আলিঙ্গন করে তাদের
দ্রুত মৃত্যুকে ভালবেসে ফেলতে পারো
পৃথিবীটাও যে প্রেমে পড়েছে, মরণ প্রেম
কত ফুল শুকিয়ে ঝড়ে গেছে,
উঠানের গাছটা তীব্র কান্না চেপে বার বার
প্রসব করেছে আমার জন্য - নৃশংস
চাহনিতে সুখী হয়েছি, লোভী ছায়ার মতো ।
শুকনো পথ ধরে মিছিল বেড়িয়েছে আজ
রক্ত আর ঘামে ভেজা রাস্তাটা ফাঁকা
সে পথে কেবল অহংকারীদের মানায় ।
কান্তিময় মেঘ এসে ঢেকে দিয়েছে
মৃত হাত গুলো, সে হাত এখনও মুষ্টিবদ্ধ
অন্তরের চিৎকার গুলো কখন যে স্লোগান
হয়ে উঠবে !
আমি সে অপেক্ষাতেই আজও
অক্ষর সাজিয়ে চলেছি
No comments:
Post a Comment