दहलीज़
Dahleez
A web magazine run by a group of poets from New Delhi
Editor: Pijush Biswas, Contact: poet.area@gmail.com, Mob: 9871603930 Time Spent on Page:

Sunday, March 8, 2020

রাহেবুল

ওহি    

 


 



অসুখের ভাণ্ড সখা, তুইমুঁই। মিলিয়েছিলাম বাজারেহাটে বিকোতে বিকোতে গোলালু।
এ সময় আলুর দোষ কথাটির প্রচলন হয়।

#

শুয়োরের পুটকির মতন মুখ করে বসে আছি, সোনালী সকাল।
গুজব হস্তে বশ।

#

পাছা দুলছে। দূর হতে কান্ট্রি সং, রাখালিয়া। দুলুনি।
(বা) ট্রলার ডুবছে ঝড়-সমুদ্রে, সেই ট্রেলার স্ক্রিনে উচ্ছ্বাসি। সেই নাখান।

#

ওহি পৌঁছে দিতে ডমরুধর নাথিংনেস সকাশে।
ওহি ফাঁস গয়ি দিল মেরা, এই কানাকানিও গসিপায়িত। রে হুর ছিল একজনা।





চাষা আর চণ্ডীদাস                           



এত দড়ি ঝুলছে কেনো?

#

দোলনা? দোদুল স্মৃতি-বিস্মৃতি।

#

ঝুলে পড়বার বন্দোবস্তও হতে পারে

#

ঝুলে পড়া মানেও তো হরেক কিছু, শতেক তার প্রকার

#

পছন্দ করি তার মধ্যে গলায় দড়ি ঝুলে পড়া।
উদাহরণস্বরূপ চাষা আর চণ্ডীর দাসে এখানেও এক।

#

কে ঝুলিয়েছে এইসব দড়ি?
উচিত ছিল: তার কথাই রাষ্ট্র হওয়া।





হিটলারে রাবণ নাই


ওকি ও এইসবই হলো গিয়ে সেই ভাট। ভাটের গপসপ

#

উদাল নাইটমেয়ার, কাঁপো ক্যাঁ? ওলো কাঁপো ক্যাঁ? কাঁদো?

#
ঠকবাজ। ঠকরাজ। ঠেকবাজ। কত কি এ ভবে হতে পারা ধ্বন্যিমেয়ে—

#
চুলকিও না প্লিজ।

সাধে দেয়াল তুলি।

“হজমি লেবে হজমি?”

তেতো নেবুর কথা ভাবি সোনাবন্দে—

#

“হিটলারে বারণ নাই।” আদমমানুষেও জানিত এ রটনা?  (প্রমাণসাপেক্ষ)




সাদা ট্রমা + সিজনাল ফ্লু




নেবু গন্ধ। লেবুর টক। কমলালেবুর জুস। সন্তরা বলি।

অপ্রসঙ্গত: স্যান্টার নাচনকোঁদন ঘিলু জুড়ে।

#

“বন্ধু বিনে প্রাণ বাঁচে না”, গাছাগল্প শোনাতেছে হে রাধারমণ।

#

সাদা ট্রমা, সখা পাতাবি? আমা সনে?

#

“যে বাঙ্গা ফলে তার দো-পাতাত চিন্‌” তুলনীয় “উঠন্তি মুলো পত্তনে চেনা যায়”,

এই সকল সত্য? নিত্য?

#

মায়া মা মায়া। তুমি খেয়াল করোনি কেনো ক্ষুরের ধার, এতকাল?

#

… সকল বিষআশয় এলোরে মেলো চুল।

#

লক্ষণীয়: এক পাণ্ডববর্জিত দ্যাশ

#

ঘোড়া ডিঙিয়ে; কাহে একাকিনী, মোর সিজনাল ফ্লু?

13 comments:

  1. Replies
    1. ভালো থাকবেন দাদা... @ উমাপদ কর

      Delete
  2. বেশ সুন্দর...

    ReplyDelete
    Replies
    1. বেশ... সাবধানে থেক কন্যে, করোনার দিনগুলিতে...

      Delete
  3. চলো চলতে রহো
    কবিতা গ্যালপিং সাহসী

    ReplyDelete
    Replies
    1. ভালো থেক দিদি... সাবধানে থেক।

      Delete
  4. Replies
    1. ঠিকই বোধয়। আরও বিশদে জানতে চাইব কখনও, সুযোগ হলে। সাবধানে থাকুন।

      Delete
  5. খুব ভালো লাগল

    ReplyDelete
    Replies
    1. জানালে বলে ভালো লাগলো শতানীক...

      Delete
  6. Replies
    1. জেনে ভালো লাগলো। এবং জানানোর জন্যে ধন্যবাদ জানাই।

      Delete
  7. তোমার কবিতা প্রথম থেকে-ই সম্পূর্ণ স্বতন্ত্র স্টাইলের। এই লেখার কবি যদি নিয়মিত নিজের চর্চা চালিয়ে যেতে পারে, আশাক'রি বাংলা কবিতার নতুন আরো একটি দিগন্ত স্থাপিত হবে। যেখানে তুমি নিজেও ভাস্বর হবে আলোর মতন উজ্জ্বল।।

    ReplyDelete

সম্পাদকীয়

পীযূষকান্তি বিশ্বাস দেহলিজ ফিরেছে পঞ্চম সংখ্যা হয়ে । দিল্লির নিজস্ব রঙে । ফিরে এসেছে ভাইরাস আর প্রতিহিংসার প্রচ্ছদে । তার উপরে এমন এক...