যন্ত্র
এই যে নিজেকে প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করতে পারছি
তার মানে আমি একটি স্বয়ংক্রিয় যন্ত্রে পরিণত হচ্ছি
দাঙ্গা
তোমার এই অভিলাষ সংক্রামক জেনেই বুঝি
উস্কে দিলে হৃদয়ের দোরে দোরে বিষাক্ত রক্ত!
আমরা দেখেছি, আবারও দেখলাম
ডিমের কুসুমের মধ্যে যে রং, তার
সাথে মিশে আছে এক গাঢ় অন্ধকার
যাপন
দিনের শরীর থেকে খসে পড়া শাদা ডানা নিয়ে
কামড়াকামড়ি করছে দুটি কুকুর
তার নিচে জমে যাচ্ছে টাটকা গোধূলি
মাটির নিচে গাছেদের ঘুম
দোলনায় দুলতে দুলতে বাতাস ঝিমিয়ে পড়ছে
একটি সদ্য ঋতুমতী নক্ষত্র
ফুটে উঠছে ঘরে ঘরে
আমরা গাছ হয়ে বসে আছি
বর্ণমালা শেখার চেষ্টা করছি মাটিকে ভালোবেসে
জরায়ু
অর্ধেক কাটা পেঁয়াজটা ব্রহ্মাণ্ডের মতো পড়ে আছেঅদৃশ্য তেজ ও ঘ্রাণ নিয়ে
সে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে
এই রাত্রি দ্বিপ্রহরে কে আর রান্না চড়াবে?
দাঙ্গা আর জরায়ু ভাল লাগলো।
ReplyDelete'দাঙ্গা'টা দুরন্ত...
ReplyDeleteচমৎকার
ReplyDelete